ঢাকা সোমবার, ১০ই নভেম্বর ২০২৫, ২৭শে কার্তিক ১৪৩২


পটুয়াখালীতে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত


১০ আগস্ট ২০১৯ ১৯:২১

ছবি সংগৃহিত

পটুয়াখালীতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার চান মিয়া হাওলাদার (৪২) নিহত হয়েছে। তার বিরুদ্ধে ৩০টি মামলা রয়েছে। শুক্রবার রাত আড়াইটার দিকে সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের মহাসড়ক সংলগ্ন বল্লভপুর এলাকায় বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এসময় সদর থানার ওসিসহ চার পুলিশ সদস্য আহত হয়েছেন।

পুলিশ জানায়, ঈদ উপলক্ষে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অভিযানে যাচ্ছিল পুলিশ। এসময় পুলিশ কালিকাপুর ইউনিয়নের বল্লভপুর নামক স্থানে পৌঁছলে ১০-১২ জনের একটি ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশ পাল্টা গুলি চালালে চান মিয়া ঘটনাস্থলেই নিহত হয়। সেখান থেকে দেশীয় একটি পাইপগান, বন্দুকের ৬ রাউন্ড কার্টুজের খালি খোসা, ৬টি লোহার বগি দা ও ১টি রামদা উদ্ধার করা হয়েছে।