ঢাকা শুক্রবার, ১৬ই মে ২০২৫, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩২


লালপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১ আহত ২


৯ আগস্ট ২০১৯ ২৩:২১

প্রতিকি

নাটোরের লালপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে মেহেদী হাসান নামে এক মোটরসাইকেল আরোহি নিহত ও দুইজন আহত হয়েছে। আহতদের স্থানীয় ক্লিনিক এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বনপাড়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মাহফুজুর রহমান জানান, শুক্রবার সকাল ১০টার দিকে টাঙ্গাইল থেকে আসা একটি মোটরসাইকেল যশোরের সারষা যাচ্ছিল। এসময় মেহেরপুর থেকে নাটোরে আসা অপর মোটরসাইকেলের সাথে লালপুর উপজেলার গোধরা এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই টাঙ্গাইল থেকে আসা মোটরসাইকেল চালক মেহেদী হাসান নিহত হন। খবর পেয়ে হাওয়ে পুলিশ এবং স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত মেহেদী হাসান যশোরের সারষা গ্রামের রফিকুল ইসলামের ছেলে।