ঢাকা বুধবার, ২০শে আগস্ট ২০২৫, ৬ই ভাদ্র ১৪৩২


রামেক হাসপাতালে ২৪ ঘন্টায় ১৬ ডেঙ্গু রোগী ভর্তি


৭ আগস্ট ২০১৯ ০৪:৪৯

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মঙ্গলবার দুপুর পর্যন্ত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ১৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী। এছাড়া চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন ১৮ জন। বর্তমানে এ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৮০ জন।

এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ড পরিদর্শন করেছেন সদর আসনের এমপি ফজলে হোসেন বাদশা। মঙ্গলবার সকালে তিনি হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডে গিয়ে রোগীদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসার খোঁজ খবর নেন। এ সময় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জামিলুর রহমান ও উপ-পরিচালক ডা: সাইফুল ফেরদৌস উপস্থিত ছিলেন।