ঢাকা শুক্রবার, ১৬ই মে ২০২৫, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩২


মাগুরায় ইয়াবা ও ফেনসিডিলসহ নারী আটক


৫ আগস্ট ২০১৯ ২০:৪৩

নতুন সময়

মাগুরায় রবিবার সন্ধ্যায় ১০০০ হাজার পিচ ইয়াবা ও ফেনসিডিলসহ মিতা বেগম (২৬) নামে এক মহিলা মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

মাগুরা সদরের কুকনা ঘোষ পাড়া এলাকা থেকে তাকে আটক করে জেলা পুলিশ। মিতা মাগুরা সদরের নিজনান্দুয়ালী গ্রামের মৃত হাফিজ বিশ্বাসের মেয়ে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, মাদক বিক্রেতা মিতা সদরের কুকনা এলাকায় মাদক নিয়ে অবস্থান করছে এমন গোপস সংবাদেও ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ১০০০ হাজার পিচ ইয়াবা ও ৪ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়। সে দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন জয়গায় মাদক বিক্রি করে আসছিল। তার বিরুদ্ধে সদর থানায় মাদক আইনে মামলা হয়েছে।