গাইবান্ধা জেলা ডিবি পুলিশের মত বিনিময় সভা অনুষ্ঠিত

গাইবান্ধা জেলাকে গুজব মুক্ত করার লক্ষ্যে পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়ার নির্দেশ মোতাবেক জেলা গোয়েন্দা শাখা ডিবির উদ্যোগে গাইবান্ধা সদর থানাধীন খোলহাটি উচ্চ-বিদ্যালয়ের ছাত্র /ছাত্রী, শিক্ষক ও অভিভাবকগনের সাথে গুজব, ডেংগু আতংক,মাদক,বাল্যবিবাহ,যৌতুক,জুয়া ও ইভটিজিং বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রোববার বিদ্যালয় প্রাংগনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ওসি ডিবি মোঃমজিবুর রহমান পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়ার পক্ষে পদ্মা সেতুর জন্য রক্তের গুজব সহ ডেংগু আতংক, বাল্যবিবাহ,মাদক,জুয়া,ইভটিজিং ইত্যাদি বিরোধী বক্তব্য রাখেন।
সভায় বিদ্যালয়ের সভাপতি,বিদ্যালয়ের প্রধান শিক্ষক,স্থানীয় ইউপি সদস্য সহ এলাকার গুরুত্বপূর্ণ ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।