ঢাকা শুক্রবার, ১৬ই মে ২০২৫, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩২


মাগুরায় রোটারী ক্লাবের উদ্যেগে মাছের পোনা অবমুক্তকরণ


৪ আগস্ট ২০১৯ ২৩:৩৩

মাগুরায় রোটারী ক্লাবের উদ্যেগে মাছের পোনা অবমুক্তকরণ

রোটারী ক্লাব অব মাগুরার উদ্যোগে রবিবার নবগঙ্গা নদীতে মাছের পোনা অবমুক্তকরণ করা হয়েছে। সকার সাড়ে ৮টায় মাগুরার নবগঙ্গ নদীর জামরুলতলা ঘাট এলাকায় বিভিন্ন জাতের এ মাছের পোনা অবমুক্তকরণ করা হয়। এ সময় রোটারী ক্লাব অব মাগুরার সভাপতি লিটন ঘোষ, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, ক্লাবের সাধারণ সম্পাদক রুবায়েত ফিরোজ, বাবুল কুমার কুরি, উত্তম সাহা, মাজাহুরুল হক লিপু, তরুন কান্তি রায়, শাহ আলম, কাজী রিটো, প্রণয় ঘোষ, নাছিরুল ইসলাম, বিধান চন্দ্র সাহাসহ রোটারি ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

রোটারী ক্লাবের সভাপতি লিটন ঘোষ জানান, যারা মাছ কিনে খেতে পারেন না তাদের এক জনও যদি নদী থেকে একটি মাছও মেরে খেতে পারেন তাহলেই আমাদের এ প্রচেষ্টা কিছুটা হলেও সফল হবে। পাশাপাশি এ মাছ গুলো যদি বংশ বৃদ্ধি করে সেক্ষেত্রে কিছুটা হলেও মাছের সংখা বাড়বে। এ মানষিকতা থেকে রোটারী ক্লাবের পক্ষ থেকে বিভিন্ন জাতের বিশ কেজি মাছের পোনা নবগঙ্গা নদীতে অবমুক্তকরণ করা হয়েছে।