ঢাকা শুক্রবার, ১৬ই মে ২০২৫, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩২


হিরোইনসহ দুই মাদক বিক্রেতা গ্রেফতার


৪ আগস্ট ২০১৯ ২১:৪৭

ছবি সংগৃহিত

সাভারে হিরোইনসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৯শ পুরিয়া হিরোইন উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, শনিবার রাতে উপজেলার বিরুলিয়া ইউনিয়নের বাগানবাড়ি এলাকায় অভিযান চালিয়ে মো. আলমগীর হোসেন (২৮) এবং মো. বাবুল মিয়া নামে দুইজনকে আটক করা হয়। মো. আলমগীর হোসেনের কাছ থেকে ৬শ পুরিয়া এবং মো. বাবুল মিয়ার কাছ থেকে ৩শ পুরয়া হেরোইন উদ্ধার করা হয়।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক আজগর আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।