বোরকা পরে প্রেম করতে গিয়ে গণপিটুনির শিকার রোমিও

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার কোঁচার শহর এলাকায় রোমিও সিদ্দিক নামে এক তরুণ বোরকা পরে রাত ৯টায় বান্ধবীর সাথে দেখা করে ফেরার সময় ছেলেধরা সন্দেহে স্থানীয় লোকজন ধাওয়া দেয় তাকে।
জানা গেছে, রোমিও সিদ্দিক পরিকল্পনা অনুযায়ী রাত ৯টায় বান্ধবীর সাথে দেখা করার জন্য কোঁচাশহর এলাকায় যায়।
সাথে দেখা সাক্ষাৎ শেষে বাড়ি ফেরার পথে একজন লোক তাকে এই মেয়ে বলে পেছন থেকে ডাক দিলে রোমিও ধরা পড়ার ভয়ে দৌড় দেয়। এতে এলাকাবাসী ছেলেধরা সন্দেহে তাকে গণপিটুনি দেয়া শুরু করে। পরে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে রোমিওকে গণপিটুনির হাত থেকে বাঁচানোর জন্য একটি বাড়িতে আবদ্ধ করে রাখে। তারপরও শত শত এলাকাবাসী রোমিওকে ছেলেধরা সন্দেহে মারধর করার জন্য উত্তেজিত হয়ে পড়ে। পরে এলাকার চেয়ারম্যান, মেম্বার ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত হয়ে জনগণের রোষানল থেকে তাকে উদ্ধার করে। এ অবস্থায় অতিরিক্ত পুলিশ পাঠিয়ে এলাকার রোমিওকে উদ্ধার করে থানায় আনা হয়।
এ ব্যাপারে পুলিশ রোমিওকে জিজ্ঞেসাবাদ করলে সে ঘটনার বিবরণ দেয়। বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে রোমিও।