দেওয়ানগঞ্জে ৪হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা পাথরেরচর এলাকা থেকে পহেলা আগষ্ট রাত দশটায় অভিযান চালিয়ে ৪হাজার ১০পিস ইয়াবাসহ লিটন মিয়া(৩৮)নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পহেলা আগষ্ট জুলাই রাত ১০টায় অতিরিক্ত পুলিশ সুপার,দেওয়ানগঞ্জ সার্কেল রাকিবুল হাসান(রাসেল)মিয়ার নির্দেশে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)এম এম ময়নুল ইসলামের নেতৃত্বে ,এস আই ফরহাদ আলী, একদল পুলিশ উপজেলার পারারামপুর ইউনিয়নের পাথরেরচর এলাকায়, (লিজা পরিবহন) ঢাকা মেট্রো-ব-১৪-৮৫২৫ রৌমারী টু ঢাকা গামী পরিবহন অভিযান চালিয়ে লিটন মিয়া নামের এক মাদক কারবারিকে ৪হাজার১০পিছ ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। ওই মাদক কারবারি শরীফপুর গ্রামের মৃত মিয়ার উদ্দিনের ছেলে।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ময়নুল ইসলাম প্রতিবেদককে বলেন, লিটনের নামে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।