ঢাকা শুক্রবার, ১৬ই মে ২০২৫, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩২


মিন্নির জবানবন্দি প্রত্যাহার আবেদনের উপর শুনানি হয়নি


১ আগস্ট ২০১৯ ০১:৫৩

বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় ধার্য তারিখে মঙ্গলবার আয়শা সিদ্দিকা মিন্নিসহ ১৪ আসামিকে কারাগার থেকে বরগুনা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।

বেলা সোয়া ১০ টায় প্রথম ১৩ আসামিকে এবং সাড়ে ১০ টায় মিন্নিকে আদালতে হাজির করা হয়। এ সময় মিন্নির সাথে কারাগারে ৪ জন পুলিশ সদস্য আদালতের কাঠগড়ায় অবস্থান নেন।

এর আগে, কারাগারের মাধ্যমে মঙ্গলবার মিন্নির ১৬৪ ধারায় জবানবন্দি প্রত্যাহারের আবেদন আদালতে এসে পৌঁছায়।
এদিন, মিন্নির আইনজীবী মাহবুবুল বারী আসলাম জানান, মূল নথি জেলা ও দায়রা জজ আদালত থেকে জামিন শুনানি শেষে ফেরত না আসায় ১৬৪ ধারায় জবানবন্দি প্রত্যাহারের আবেদনের উপর শুনানি হয়নি। আগামী ধার্য তারিখ কিংবা তার পূর্বে এ ব্যাপারে শুনানি হতে পারে বলে মাহবুবুল বারী আসলাম জানান।

এদিকে, মামলার সন্দেহভাজন হিসেবে গ্রেফতার কামরুল হাসান সাইমুন কারাগারে থেকে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ চেয়ে তার আইনজীবী অ্যাড. মোস্তফা কাদের আদালতে আবেদন জানান। আদালত আবেদন মঞ্জুর করায় কারাগারে পরীক্ষা দিতে কামরুল হাসান সাইমুন কোন বাধা নেই। এ সময় রাষ্ট্রপক্ষের বক্তব্য রাখেন কোর্ট পুলিশ পরিদর্শক আ. কুদ্দুস। মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে ১৪ আগস্ট।