ঢাকা বৃহঃস্পতিবার, ১৫ই মে ২০২৫, ২রা জ্যৈষ্ঠ ১৪৩২


বোরহানউদ্দিনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯ উদযাপিত


১৯ জুলাই ২০১৯ ০৮:২৮

ভোলার বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন ও মৎস অধিদপ্তর কর্তৃক “মাছ চাষে গরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্য সামনে রেখে নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯ উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯ উদযাপিত হয়। দিবসটির শুরুতে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সহকারি কমিশনার (ভূমি) রফিকুল হক" এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালী পৌরবাজারের গুরুত্বপূর্ণ সড়কসমুহ প্রদক্ষিণ করেন। পরে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহি কর্মকর্তা ও সহকারি কমিশনার (ভূমি) এর সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম ও বিশেষ অতিথি পৌর মেয়র আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব রাসেল আহম্মেদ মিয়া। এছাড়াও বক্তব্য রাখেন সিনিয়র মৎস্য কর্মকর্তা এ,এফ,এম নাজমুস সালেহীন, বোরহানউদ্দিন যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান ও মৎস্য প্রতিনিধি মোঃ শাহ আলম প্রমুখ। পরে উপজেলা পরিষদ চত্বরের পুকুরে বিভিন্ন প্রজাতি মাছের পোনা অবমুক্ত করেন প্রধান অতিথি ও সহকারি কমিশনার (ভূমি)।