ঢাকা শুক্রবার, ২৬শে ডিসেম্বর ২০২৫, ১৩ই পৌষ ১৪৩২


তারেক রহমানের ফেরাকে রোমান সেনাপতি জুলিয়াস সিজারের ভাষায় বর্ণনা সালাহউদ্দিনের


২৬ ডিসেম্বর ২০২৫ ১৮:০৮

সংগৃহীত

দেড় যুগের নির্বাসন জীবন কাটিয়ে তারেক রহমান এলেন, দেখলেন, জয় করে নিলেন মানুষের হৃদয়— বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরাকে এভাবে বর্ণনা করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

 

শুক্রবার (২৬ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে বিএনপির এই নেতা লিখেছেন, একবিংশ শতাব্দীর একজন দূরদর্শী নেতা—জনগণের জন্য একটি স্পষ্ট পরিকল্পনা এবং জাতির প্রতি গভীর অঙ্গীকার।

 

তারেক রহমানের বক্তব্যের একটি অংশ উল্লেখ করে সালাহউদ্দিন লিখেছেন, ‘আমার একটি পরিকল্পনা আছে, আমার দেশের জনগণের জন্য, আমার দেশের জন্য’-তারেক রহমান।

 

পোস্টের শেষে তারেক রহমানকে নিয়ে সালাহউদ্দিন লিখেছেন, ‘তিনি আসলেন, দেখলেন, জয় করলেন।’