ঢাকা শনিবার, ১৮ই মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১


সাবেক এমপি আব্দুল ওদুদের প্রচেষ্টায় ১৭ জুলাই বনলতা এক্সপ্রেসের উদ্বোধন


১২ জুলাই ২০১৯ ০৪:৫১

চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে আন্তঃনগর বনলতা ট্রেনের সময়সূচী প্রায় ৭ দিন এগিয়ে এনেছে রেল কর্তৃপক্ষ। এখন ২৫ জুলাইয়ের পরিবর্তে ১৭ জুলাই থেকে চালু করা হবে এই বনলতা ট্রেনটি। সময় এগিয়ে আনার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক খন্দকার শহীদুল ইসলাম ও সাবেক এমপি আব্দুল ওদুদ।

চাঁপাইনবাবগঞ্জ থেকে ভোর ৫-৪৫ মিনিটে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। আগামী ১৭ জুলাই ভিডিও কনফারেন্সের মাধ্যমে বেনাপোল-ঢাকা ট্রেন সার্ভিসের পাশাপাশি এটিরও উদ্বোধন করেবন বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। এর আগে গত ৫ জুলাই চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন পরিদর্শনে এসে রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন ২৫ জুলাই থেকে চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা আন্তঃনগর ট্রেন চালুর ঘোষণা দিয়েছিলেন।

চাঁপাইনবাবগঞ্জের যাত্রীদের জন্য আন্তঃনগর ট্রেনে দুটি শোভন ও একটি এসি বগি বরাদ্দের কথা বলেন তিনি। এই বরাদ্দ ঠিক রেখেই আন্তঃনগর বিরতিহীন ট্রেনটি চলবে।