রাজশাহী থেকে ঢাকাগামী সব ট্রেনের যাত্রা বাতিল

তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার পর রাজশাহী থেকে ঢাকাগামী সব ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। রাজশাহী রেল স্টেশন মাস্টার জাহিদুল ইসলাম বুধবার রাতে একথা জানান।
সন্ধ্যায় রাজশাহীর চারঘাট উপজেলার দিগলকান্দি এলাকায় একটি তেলবাহী ট্রেনের নয়টি বগি লাইনচ্যুত হয়ে ওই জেলার সঙ্গে সকল রুটে রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
এ ঘটনায় এক প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার কাজ শুরু হয়েছে। তবে শেষ হতে বৃহস্পতিবার সকাল হয়ে যেতে পারে।
স্টেশন মাস্টার জাহিদুল ইসলাম বলেন, সন্ধ্যা সোয়া ৬টার দিকে সারদা স্টেশন থেকে এক কিলোমিটার রাজশাহীর দিকে এসে ট্রেনটির নয়টি বগি লাইচ্যুত হয়। এতে রাজশাহীর সঙ্গে সকল রুটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
পাবনার ইশ্বরদী জংশন থেকে ছেড়ে যাওয়া তেলবাহী ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জের রহনপুরের দিকে যাচ্ছিল বলে তিনি জানান।