ঢাকা রবিবার, ১৯শে মে ২০২৪, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১


বকশীগঞ্জে পাহাড়ি ঢলে বাঁধ ভেঙ্গে ৫ গ্রাম প্লাবিত


১১ জুলাই ২০১৯ ০৮:৪৬

বকশীগঞ্জে পাহাড়ি ঢলে বাঁধ ভেঙ্গে ৫ গ্রাম প্লাবিত

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ধানুয়া কামালপুর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় একটি বাঁধ ভেঙ্গে ৫টি গ্রাম প্লাবিত হয়েছে। ১০ জুলাই সকালের দিকে বৃষ্টির মধ্যেই বাঁধটি ভেঙে গেলে দুপুরেই বিভিন্ন প্লাবিত হতে থাকে।

জানা গেছে, গত কয়েকদিনের টানা বর্ষণ ও পাহাড়ী ঢলে কামালপুরের ইউনিয়নের সাতানীপাড়া, বালুঝুড়ি, কনেকান্দা, সোমনাথ পাড়াসহ ৫টি গ্রাম প্লাবিত হয়।

বাঁধ ভেঙ্গে হঠাৎ প্লাবিত হওয়ায় এসব এলাকার প্রায় ২০টি পুকুর, ২টি মাছের প্রকল্প ও অসংখ্য বীজতলা পানিতে ডুবে গেছে। ধানুয়া কামালপুর ইউনিয়নের বাক্কার মোড় নামক স্থানে বন্যা নিয়ন্ত্রণকারী বাঁধ ভেঙ্গে এসব এলাকা প্লাবিত হয়। বাঁধটি ভেঙে যাওয়ায় এই এলাকার মানুষের চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে।
অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ধানুয়া কামালপুর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় একটি বাঁধ ভেঙ্গে ৫টি গ্রাম প্লাবিত হয়েছে।

স্থানীয় এলাকাবাসী জানান, বাঁধটি দ্রুত সংস্কার করা না হলে আরও নতুন নতুন এলাকা প্লাবিত হতে পারে।

বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম জানান, দ্রুত সময়ের মধ্যে বাঁধটি সংস্কার করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।