সমুদ্র সৈকত থেকে ৬ জনের লাশ উদ্ধার
 
                                কক্সবাজারে সমুদ্র সৈকতের একটি মাছ ধরার ট্রলার থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে নিহতরা সবাই জেলে। বুধবার ভোর রাতে সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে এ লাশগুলো উদ্ধার করা হয়।
কক্সবাজার টুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার ফখরুল করিম জানান, মঙ্গলবার দিনগত রাত ৩টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে ভাঙাচোরা একটি মাছ ধরার ট্রলার ভেসে আসার খবর পাওয়া যায়। পরে ঘটনাস্থলে গেলে ট্রলারটির আশপাশে চারটি মরদেহ ভাসমান অবস্থায় এবং আরও দু’টি মরদেহ ট্রলারের পাটাতনের ওপর পাওয়া যায়।
স্থানীয় অনেকেই ধারণা করছেন এটি মিয়ানমারের ট্রলার হতে পারে।

 
                 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                         
                                                         
                                                         
                                                         
                                                         
                                                         
                                                        -2024-09-02-09-55-40.jpg) 
                                                         
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            