হালুয়াঘাটে র্যাব ১৪’র অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

ময়মনসিংহের হালুয়াঘাট থানার মিলন বাজার ব্রিজ সংলগ্ন শরীফ টেলিকমের সামনে অভিযান পরিচালনা করে ১৪৫ পিস ইয়াবাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছেন র্যাব-১৪। ময়মনসিংহ র্যাব-১৪ কর্তৃক প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে সহকারী পুলিশ সুপার মিডিয়া অফিসার মোঃ তফিকুল আলম জানান, ময়মনসিংহ র্যাব-১৪’র অতিরিক্ত পুলিশ সুপার এম.এম মোহাইমেনুর রশিদ,পিপিএম-সেবা,স্কোয়াড কমান্ডার-১এর নেতৃত্বে গত ৮ জুলাই ২০১৯ইং তারিখ সোমবার সন্ধায় র্যাব-১৪, সিপিএসসি, আকুয়া ক্যাম্প এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিত্বে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার মিলন বাজার ব্রিজ সংলগ্ন শরীফ টেলিকমের সামনে অভিযান পরিচালনা করে ১৪৫ পিস ইয়াবাসহ ৩জন মাদক ব্যবসায়ীকে আটক করেন। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন, উপজেলার দক্ষিণ মনিকুড়া গ্রামের আজীম উদ্দিন এর পুত্র মোঃ হাসান শরীফ (২৭),ও মহিষলেটি গ্রামের আজিমুল হক এর পুত্র জুয়েল রানা(২২) এবং একই গ্রামের আবু বক্কর সিদ্দিক এর পুত্র সুমন মিয়া (১৬)। আটককৃত মাদক ব্যবসায়ীদের নিকট থেকে র্যাব সদস্যরা একশত পয়তাল্লিশ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্যে তেতাল্লিশ হাজার পাঁচশত টাকা। এ ঘটনায় গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে হালুয়াঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।