ঢাকা রবিবার, ১৯শে মে ২০২৪, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১


ধামরাইয়ে মাদক-সন্ত্রাস-জঙ্গিবাদ ও ইভটিজিং প্রতিরোধে মতবিনিময় সভা


১০ জুলাই ২০১৯ ০৪:০৪

ঢাকার ধামরাইয়ে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও ইভটিজিং প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৯ জুলাই ) দুপুরে ভালুম আতাউর রহমান খান স্কুল এন্ড কলেজ মাঠে অত্র স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে ধামরাই থানা পুলিশের আয়োজনে ও বেসরকারি উন্নয়ন সংস্থা (এসডিআই) এর সহযোগিতায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় ভালুম আতাউর রহমান খান ডিগ্রি কলেজের ( ভারপ্রাপ্ত)অধ্যক্ষ সলিম উল্লার সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন ধামরাই থানার অফিসার ইনচার্জ ওসি দীপক চন্দ্র সাহা।

স্বাগত বক্তব্য রাখেন বেসরকারি উন্নয়ন সংস্থা এসডিআই এর নির্বাহী পরিচালক সামছুল হক।

প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা জেলা আওয়ামীলীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমদ।

প্রধান বক্তার বক্তব্য রাখেন ঢাকা জেলা পুলিশ সুপার শাহ্ মিজান শাফিউ রহমান বিপিএম (বার) পিপিএম।

বিশেষ অতিথির বক্তব্যে রাখেন ঢাকা জেলা উত্তর ক্রাইম অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান, ধামরাই পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবীর মোল্লা, ধামরাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন সিরাজ, উপজেলা সহকারি কমিশনার ভুমি অন্তরা হালদার, সোমভাগ ইউপি চেয়ারম্যান, আজাহার আলী, সুতিপাড়া ইউপি চেয়ারম্যান রেজাউল করীম রাজা, সানোড়া ইউপি চেয়ারম্যান খালেদ মাসুদ খান লাল্টু প্রমুখ।