সাভারে শিক্ষার্থীর ঝুঁলন্ত মৃতদেহ উদ্ধার

সাভারে অষ্টম শ্রেণীর এক স্কুল শিক্ষার্থীর ঝুঁলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার বিকালে সাভারের বনগাঁও ইউনিয়নের নগরকোন্ডা নয়ানগর এলাকা থেকে এ শিকার্থীর মৃতদেহ উদ্ধার করেন সাভার মডেল থানার পুলিশ।
নিহত হোসাইন মিয়া সে বনগাঁও নগরকোন্ডা নয়ানগর এলাকার মোঃ আহাদের ছেলে। স্থানীয় কোন্ডা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বলে পুলিশ জানান।
পুলিশ জানায়, রোববার বিকেলে স্কুল ছাত্র হোসাইন মিয়াকে নিজ বাড়ির একটি কক্ষের মধ্যে ঘরের আড়ার সাথে ঝুঁলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের সদস্যরা। বিষয়টি সাভার মডেল থানাকে জানানো হলে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নূর মোহাম্মদ খান বলেন, লাশ থানায় আনা হয়েছে এবং এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি