আশুলিয়ায় মহাসড়কে প্রাণ গেলো পরিচ্ছন্নতাকর্মীর

আশুলিয়ায় বালুবাহী কাভার্ড ভ্যানের চাপায় এক পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছে। এ ঘটনায় ঘাতক কাভার্ড ভ্যানসহ চালক পলাতক রয়েছে। শনিবার সকালে বাইপাইল-আবদুল্লাহপুর মহাসড়কের টঙ্গাবাড়ী এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত নয়ন শেখ (২৭)। সে পঞ্চগড় সদর থানার পাহাড়বাড়ি এলাকার আতিয়ার রহমানের ছেলে। সাভারের ব্যাংক কলোনী এলাকায় বাসা ভাড়া থেকে পরিচ্ছন্নতাকর্মীর কাজ করত।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদুর রহমান জানান, আজ (শনিবার) সকালে সাভারের ব্যাংক কলোনী এলাকা থেকে পরিচ্ছন্নতার কাজের উদ্দেশ্যে আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকায় আসেন নয়ন। কাজ শেষে টঙ্গাবাড়ি এলাকায় সড়ক পাড় হওয়ার চেষ্টা করছিলেন তিনি। এমন সময় দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে গুরুতর অবস্থায় তাকে স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে নেয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ গ্রহণের পর মরদেহ স্বজণদের কাছে হস্তান্তর করা হয়েছে। একই সাথে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।