ঢাকা বুধবার, ১৪ই মে ২০২৫, ১লা জ্যৈষ্ঠ ১৪৩২


গাইবান্ধায় ১০৩ টাকায় চাকরি পেয়ে আনন্দাশ্রু ঝরালেন প্রার্থীরা


৬ জুলাই ২০১৯ ২২:০৮

গাইবান্ধায় ১০৩ টাকায় চাকরি পেয়ে আনন্দাশ্রু ঝরালেন প্রার্থীরা

গাইবান্ধা জেলার পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া জাতির পিতার স্বপ্নের বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়ে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি মোতাবেক বাংলাদেশ পুলিশের আই,জি,পি ডঃ জাবেদ পাটোয়ারীর নির্দেশ মোতাবেক গাইবান্ধা জেলায় শতভাগ স্বচ্ছতা বজায় রেখে মাত্র ১০৩ টাকা খরচেই পুলিশের চাকরি দিলেন ১৪৪ জন তরুন-তরুনীকে। চাকরি প্রার্থী তরুন/তরুনীরা আনন্দে কাঁদতে থাকে-যখন দেখে পুলিশ সুপার মহোদয় কঠোর গোপনীয়তার মধ্যে শতভাগ সততা বজায় রেখে শারিরীকভাবে সম্পূর্ণ যোগ্য,লিখিত পরীক্ষায় ভাল নম্বর পাওয়া ও মৌখিক পরীক্ষায় ভাল করার পর প্রাথমিকভাবে নির্বাচিত ১৪৪ জন মেধাবী পুলিশ কনস্টেবলের একটি তালিকা টানালেন- যাতে রয়েছে দরিদ্র উপজাতি থেকে শুরু করে সমাজের সুবিধাবঞ্চিত হত দরিদ্র একটি অংশ, রয়েছে বীর মুক্তিযোদ্ধাগনের যোগ্য সন্তান/নাতি/নাতনি, রয়েছে দরিদ্র কিন্তু যোগ্য পুলিশ পোষ্যরাও।

গত ২৯ জুন শুরু হওয়া পুলিশ কনস্টেবলের নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে প্রথমে শারীরিকভাবে যোগ্যপ্রার্থীরা ৩০ জুন লিখিত পরীক্ষা অংশ গ্রহণ করে এবং ৩ জুলাই লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের পর মৌখিক পরীক্ষায় অংশ নেয়। প্রাথমিকভাবে নির্বাচিতদের তালিকা প্রকাশের পর যোগ্য/মেধাবী ও তদবিরবিহীনরা চাকরির তালিকায় নিজেদের নাম দেখে আনন্দাশ্রু ধরে রাখতে না পেরে হাওমাও করে কেঁদে ওঠে। ধরা পড়ে অনেকেরই মোবাইল ক্যামেরায়।অনুভূতি ব্যক্ত করে বলেন বিভিন্ন গুজব /মিথ্যাচার সহ্য করে পুলিশ সুপার মহোদয় এর আশ্বাসে ভরসা করে একের পর এক মেধার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে হাতে পেতে যাচ্ছি স্বপ্নের চাকরির নিয়োগপত্র। উত্তীর্নরা তাই গাইবান্ধা জেলার পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়ার জন্য দোয়া/আশীর্বাদ করছেন এবং সারাদেশে এমন সৎ,দক্ষ ও চৌকস পুলিশ সুপার হোক এই প্রার্থনা করছে।