ঢাকা বুধবার, ৩০শে জুলাই ২০২৫, ১৬ই শ্রাবণ ১৪৩২


ধামরাইয়ে কঙ্কাল উদ্ধার


৬ জুলাই ২০১৯ ০০:৫২

ধামরাইয়ে কঙ্কাল উদ্ধার

ঢাকার ধামরাইয়ের থেকে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৫ জুলাই) সকাল ১০টার দিকে ধামরাইয়ের গাঙ্গুটিয়া ইউনিয়নের মারাপাড়া গ্রামের একটি পরিত্যক্ত জায়গায় থেকে উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, শুক্রবার সকালে কয়েকজন ব্যক্তি ফাঁকা মাঠে একটি কঙ্কাল পড়ে থাকতে দেখে। পরে পুলিশে খবর দেয়।

বিষয়টি নিশ্চিত করে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক সাহা নতুন সময়কে বলেন, গাঙ্গুটিয়ার মারাপাড়ায় একটি কঙ্কাল উদ্ধার করা হয়েছে। গত ২১ দিন আগে একটা নিখোঁজের জিডি করা হয়েছিল। আমাদের সোর্স সেটা খোঁজ রাখছিলো। আজকে কঙ্কাল পাওয়া যায়। নিখোঁজের পরিবারের ধারণা কঙ্কালটি নিখোঁজ সায়েমেরই। এসময় সেখান থেকে ওই ছেলের পরনের জামা উদ্ধার করা হয়েছে। বাকিটা ডিএনএ পরীক্ষার পর বলা যাবে। এ ঘটনায় জিডিতে উল্লেখিত অভিযুক্ত একজনকে আটক করা হয়েছে।