ধানমন্ডিতে গণস্বাস্থ্য হাসপাতালে ৮ বছরের শিশুকে ধর্ষণ

রাজধানীর ধানমন্ডিতে গণস্বাস্থ্য হাসপাতালের ক্যান্টিনে আট বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। অসুস্থ অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুলাই) বিকেলে হাসপাতালের ক্যান্টিন রুমের সিঁড়িতে এ ঘটনা ঘটে।
ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন জানান, শিশুটির মা গণস্বাস্থ্য হাসপাতালে চাকরি করেন। ডিউটির সময় মেয়েটিকে সঙ্গে করে হাসপাতালে নিয়ে যান।
এসআই জানায়, ওই শিশুটির মা কাজে ব্যস্ত ছিলেন। বিকেলে রায়হান (১৮) নামে এক ক্যান্টিন বয় শিশুটিকে চকলেট দেওয়ার কথা বলে ক্যান্টিনের সিঁড়িতে নিয়ে যায়। সেখানে শিশুটিকে সে ধর্ষণ করে। পরে বিষয়টি জানতে পেরে গণস্বাস্থ্য হাসপাতালের অন্য স্টাফরা শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ও রায়হানকে আটক রাখে।
এসআই মোশারফ জানান, রায়হানকে থানায় রাখা হয়েছে। শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রায়হানের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
নতুনসময়/এমএন