ঢাকা বুধবার, ১৪ই মে ২০২৫, ১লা জ্যৈষ্ঠ ১৪৩২


মোবাইল চার্জে দিয়ে ছেলের সঙ্গে কথা বলার সময় মায়ের মৃত্যু


৫ জুলাই ২০১৯ ০৭:০৮

কুষ্টিয়ার কুমারখালীতে মোবাইল চার্জে দিয়ে ছেলের সাথে মোবাইলে কথা বলার সময় মাবিয়া খাতুন (৩৫) নামের এক মায়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের দুর্গাপুর উত্তরপাড়া গ্রামের তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত মাবিয়া উক্ত এলাকার আব্দুল মান্নানের স্ত্রী।

নিহত মাবিয়ার ভাশুর কিতাব আলী জানান, আমার ছোট ভাইয়ের স্ত্রী মাবিয়া খাতুন সকালে তার বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলে মামুনের সঙ্গে মোবাইল চার্জে দিয়ে কথা বলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে আমরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

মাবিয়া দুই সন্তানের জননী ছিলেন। ছেলে মামুন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্নাতক শ্রেণিতে অধ্যয়নরত।


নতুনসময়/এমএন