পুলিশ পরিচয় দিলেও খুলবেন না দরজা

পুলিশ পরিচয় দিলেও রাতে দরজা না খোলার পরামর্শ দিলেন নড়াইলের লোহাগড়া থানার ওসি মো. মোকাররম হোসেন।
তিনি বলেছেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পক্ষ থেকে সব রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিগত দিনের তুলনায় বর্তমানে দাঙ্গা-হাঙ্গামা এখন নেই বললেই চলে। এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই রোধে জনপ্রতিনিধি, সাংবাদিক, ইমামসহ সবশ্রেণির মানুষের সহযোগিতা প্রয়োজন। পুলিশের একার পক্ষে সবকিছু করা সম্ভব না। বিশেষ করে যুব-সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। মাদক নির্মূলে পুলিশের অবস্থান জিরো ট্রলারেঞ্জ।
সম্প্রতি থানার কনফারেন্স রুমে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময়ে ওসি মোকাররম এসব কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, এক শ্রেণির সন্ত্রাসী বাহিনী ভিন্ন কৌশলে রাতের অন্ধকারে নিজেদেরকে পুলিশ পরিচয় দিয়ে বিভিন্ন এলাকায় ডাকাতিসহ নানা ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে। যদি কেউ আপনার বাড়ি রাতে পুলিশ পরিচয় দিয়ে দরজা খুলতে বলে তখন দরজা না খুলে আগে আমাকে ফোন করুন। আমি নিশ্চিত করার পর দরজা খুলবেন।
মতবিনিময়ে উপস্থিত ছিলেন, থানার ইন্সপেক্টর তদন্ত আমান উল্লাহ আল বারী, সেকেন্ড আফিসার মো. আবু বককর সিদ্দিকী, এসআই মিলটন কুমার দেবদাস, লোহাগড়া প্রেস-ক্লাবের সভাপতি মো. খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক বদরুল আলম টিটোসহ স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা।