ইয়াবাসহ সাবেক ছাত্রদল সভাপতি গ্রেপ্তার

ভোলার চরফ্যাশন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি প্রিন্সকে ইয়াবাসহ তার বাসা থেকে বুধবার রাতে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
চরফ্যাশন থানার ওসি সামছুল আরেফিন জানান। প্রিন্স দীর্ঘ দিন যাবৎ ইয়াবা আমদানী ও সেবন করে আসছিল। ইয়াবার নতুন চালান আসার খবর পেয়ে অভিযান চালালে তিন পিচ ইয়াবাসহ গ্রেপ্তার করতে সক্ষম হই। চালানের বাকী ইয়াবা গুলো অভিযান পরিচালনার আগেই বিক্রিই করেছে।
বৃহস্পতিবার সকালে আদালতে সোর্পদ করা হলে আদালত জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। নাম প্রকাশ না করার শর্তে দলীয় এক নেতা জানান। রাজনৈতিক কারনে তাকে সাজানো মামলায় গ্রেপ্তার করা হয়েছে।