ঢাকা বুধবার, ১৪ই মে ২০২৫, ১লা জ্যৈষ্ঠ ১৪৩২


লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের অভিযান


৫ জুলাই ২০১৯ ০৩:১০

আশুলিয়ায় অবৈধ গ্যাস সংযোগের লিকেজ থেকে বিস্ফোরণে শিশু নিহতের ১ দিন পর অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের অভিযান পরিচালনা করেছে তিতাস গ্যাস কতৃপক্ষ।

বৃহস্পতিবার (৪ জুলাই) আশুলিয়ার কাঠগড়ার উত্তরপাড়া ডুকাঠি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েমের নেতৃত্বে অভিযানে প্রায় ৩৫ জন কর্মী অংশ নেয়।

এ বিষয়ে প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েম বলেন, নিম্নমানের পাইপ ও ফিটিংস ব্যবহার করে আবাসিক লাইনে অবৈধ সংযোগ দেওয়া হয়েছে। যার ফলে গতকাল বুধবার (০৩ জুলাই) বিস্ফোরণ হয়ে ১ শিশু নিহতসহ ৪ জন আহত হয়। এসময় তিনি এলাকাবাসীকে অবৈধ লাইন সংযোগ থেকে বিরত থাকার পরামর্শ দেন। অভিযান কালে প্রায় ২ হাজার চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে সেই সাথে প্রায় দুই কিলোমিটার পাইপ জব্দ করা হয়েছে। এসময় রাইজার গুলো খুলে নেওয়া হয়েছে।

যারা অবৈধ গ্যাস সংযোগ দিয়েছে তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

গ্যাস সংযোগ বিছিন্নকালে উপস্থিত ছিলেন, উপ-ব্যাবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান, সহ-ব্যাবস্থাপক আব্দুল মান্নান, কামরুল হাসান সেলিম, সাকিব-বিন-আব্দুল হান্নান ও ঠিকাদার মনিরসহ আরো অনেকে।