ঢাকা বুধবার, ১৪ই মে ২০২৫, ১লা জ্যৈষ্ঠ ১৪৩২


মোহনপুরে গৃহবধূ ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার


৫ জুলাই ২০১৯ ০৩:০৪

রাজশাহীর মোহনপুরে গৃহবধূ আসমা বেগম (৪৫) ধর্ষণের পর কুপিয়ে হত্যা মামলার মূল আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় মোহনপুর থানা পুলিশ কেশরহাটে অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হন।

এই হত্যা ঘটনাটি সুমন দেব, রাজশাহী জেলা পুলিশের সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে জেলা ডিবির সদস্যরা ও মোহনপুর থানার পুলিশ আসামি গ্রেপ্তারের জন্য বিভিন্ন ভাবে তদন্ত ও কৌশল অবল্বন করে অভিযান পরিচালনা করতে থাকে এবং তারই ধারাবাহিকতায় গতকাল ৩ জুলাই (বুধবার) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কামারপাড়া থেকে প্রধান আসামি উপজেলার রায়ঘাটি ইউনিয়নের হাটরা দমদমা গ্রামের মৃত খোদাবক্সের ছেলে ডাব ব্যবসায়ী আমজাদ হোসেন (৫০)কে গ্রেপ্তার করেন মোহনপুর থানা পুলিশ। আসামীর দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকান্ডে ব্যবহৃত হাসুয়া উদ্ধার করে পুলিশ।

উল্লেখ্য,মোহনপুর উপজেলার উষায়ের হাটরা গ্রামের মৃত মফিজ উদ্দিনের মেয়ে আসমা বেগম (৪৫) দ্বিতীয় বিয়ে করে দুই মেয়েকে বিয়ে দেওয়ার পর ছেলে মাসুদ রানা (২২) কে সাথে নিয়ে হাটরা গ্রামে বাবার বাড়িতে বসবাস করতেন। গত ২২ জুন (শনিবার) বাড়ী হতে আধা কি:মি: দুরে পদ্ম বিল নামক স্থানে শসা ক্ষেতে গৃহবধূ আসমা বেগমের লাশ পাওয়া যায়। এবং ঘটনাস্থলে ব্যবহৃত কনডমের প্যাকেট ও কোমল পানির বোতল পুলিশ উদ্ধার করে। ওই নময় পুলিশ প্রাথমিক ধারণা ছিল ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে । সে উষায়ের হাটরা গ্রামের বাবুল ইসলামের স্ত্রী ছিল। এ হত্যা ঘটনায় নিহতের ছেলে মাসুদ রানা বাদি হয়ে অজ্ঞাতনামা আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন।

এবিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাক আহম্মেদ বলেন, গ্রেফতারকৃত আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার সাথে সরাসরি জড়িত এবং টাকা পয়সা লেনদেন বিষয়টি স্বীকার করেছে বলে তিনি নিশ্চিত করেন।