কুখ্যাত সন্ত্রাসী ভাইপো রাকিব গ্রেফতার

যশোরের কুখ্যাত সন্ত্রাসী ভাইপো রাকিবকে গ্রেফতার করেছে কোতয়ালি থানা পুলিশ। একটি মামলায় সম্প্রতি তার বিরুদ্ধে আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর বুধবার (৩ জুলাই) রাতে তাকে আটক করা হয়। জানা গেছে, সে শংকরপুর সরকারি পশু হাসপাতালের পাশের কাজী তৌহিদের ছেলে। এ বিষয়ে কোতয়ালি থানার ওসি (তদন্ত) সমীর কুমার সরকার জানিয়েছেন, থানার সেকেন্ড অফিসার এসআই আমিরুজ্জামান তাকে আটক করেছেন। কি মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট হয়েছে এই বিষয়ে তিনি কিছু জানাতে না পারলেও রাকিব হত্যা, ডাকাতি, ছিনতাই, বোমাবাজি, মারামারি, মাদক, পুলিশের ওপর হামলাসহ বিভিন্ন অপরাধের অন্তত দেড় ডজন মামলার আসামি বলে জানিয়েছেন। গতকাল বুধবার শহর থেকে তাকে আটক করা হয়েছে৷
নতুনসময়/এমএন