ঢাকা বুধবার, ১৪ই মে ২০২৫, ১লা জ্যৈষ্ঠ ১৪৩২


চাঁপাইনবাবগঞ্জে হজ্জ বিষয়ক আলোচনা, প্রশিক্ষণ ও দোয়া মাহফিল


৪ জুলাই ২০১৯ ২২:৪৫

চাঁপাইনবাবগঞ্জে হজ্জ বিষয়ক আলোচনা, প্রশিক্ষণ ও দোয়া মাহফিল

চাঁপাইনবাবগঞ্জে হজ্জ বিষয়ক আলোচনা, প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে পৌর এলাকার অভিজাত হোটেল ফুডক্লাবে হজ্জ এজেন্সি আল-হাসান ট্রাভেলস এর আয়োজনে প্রশিক্ষণ ও দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়। বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব শামসুল হক গানু হাজির সভাপতিত্বে আয়োজিত প্রশিক্ষণটি পরিচালনা করেন আল-হাসান ট্রাভেলস এর পরিচালক আলহাজ্ব হাফেজ মাওলানা মো. নাসিরুল হাসান।

আলোচনায় অংশ নেন, এক্সিম ব্যাংক চাঁপাইনবাবগঞ্জ শাখার ব্যবস্থাপক শাহীন কবির, বীর মুক্তিযোদ্ধা মো. তরিকুল আলম, ডা. আনোয়ার জাহিদ, কারিগরি টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ আলহাজ্ব আতিকুল ইসলাম, নবাবগঞ্জ সিটি কলেজের অধ্যক্ষ আলহাজ্ব তরিকুল আলম সিদ্দিকী নয়নসহ অন্যরা।

আলোচনায় হজযাত্রীদের করণীয়সহ বিভিন্ন বিষয়ের উপর বিস্তারিত আলোচনা করা হয়। যাতে হাজীরা সঠিকভাবে হজ পালন করতে পারে। আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন কোর্ট জামে মসজিদের সাবেক খতিব মাওলানা হোসাইন আহমেদ।

উল্লেখ্য, হজ্জ যাত্রীদের বোঝানোর সুবিধার্থে প্রজেক্টরের মাধ্যমে হজ্জের ভিডিও ফুটেজসহ প্রশিক্ষণ প্রদান করা হয়।