হিলিতে ফেন্সিডিলসহ তিন নারী ও ভ্যান চালক আটক

দিনাজপুর জেলার হাকিমপুর থানার হিলি’সীমান্তবর্তী বোয়ালদাড় সড়কে অভিযান চালিয়ে রিক্সা ভ্যান যাত্রী বেশী তিন জনের কাছ থেকে দেড়শ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ। এসময় ফেন্সিডিল পাচারের অভিযোগে তিন নারীসহ ভ্যান চালককে আটক করে হাকিমপুর থানা পুলিশ।
আটকৃতরা হলেন হিলি সীমান্তবর্তী জিলাপি পট্টি এলাকার নুরুজ্জামানের স্ত্রী রিনা বেগম,গোলাম,মাসুদের স্ত্রী রেহানা বেগম ও মৃত গোলাম রাব্বানীর স্ত্রী সুলাতানা খাতুন এবং দক্ষিণ বাসুদেবপুর এলাকার শহিদুল ইসলামের ছেলে ভ্যান চালক রুবেলকে এসময় আটক করা হয়।
হাকিমপুর থানা অফিসার ইন-চার্জ আনোয়ার হোসেন বলেন চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার(০৩ জুলাই)ভোর রাতে গোপন সংবাদের ভিত্ত্বিতে বোয়ালদাড় সড়কে অভিযান পরিচালনা করার সময় রিক্সা ভ্যান যাত্রীবেশী তিনজন মহিলার ব্যাগ থেকে প্রায় শতাধিক ফেন্সিডিল উদ্ধার করা হয়।
এছাড়াও ওই রিক্সাভ্যানে গোপনে লুকিয়ে রাখা আরো ৫০ বোতল ফেন্সিডিল ও জব্দ করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে দিনাজপুর জেল হাজতে পাঠানো হয়েছে।