ঢাকা বুধবার, ১৪ই মে ২০২৫, ১লা জ্যৈষ্ঠ ১৪৩২


নারীদের নিয়ে কাজ করতে চান হুইপ কন্যা মাহিন


৪ জুলাই ২০১৯ ০৬:৩৮

নারীদের নিয়ে কাজ করতে চান হুইপ কন্যা মাহিন

নারীরা আজ আর পিছিয়ে নেই,সমাজ ও রাষ্ট্রের সকল কাজে নারীদের রয়েছে সমান অংশগ্রহণ। বাংলাদেশের মতন বিশ্বের অনেক দেশ এখন পরিচালনা করছেন নারীরা। তাই নারী সমাজকে ছোট করে দেখবার কোন সুযোগ নেই।এ দেশকে,বিশ্বকে অনেক ভাল কিছু দেবার রয়েছে নারীদের।ফলে মেয়েদের ঘরে বসে থাকলে চলবে না।

সমাজে যেসব সমস্যার সম্মুখীন মেয়েদের হতে হয়,সেসব সমস্যার প্রতিরোধ মেয়েদেরকেই করতে হবে।যার মধ্যে অন্যতম বাল্যবিয়ে। বাল্যবিয়ে প্রতিরোধ করতে মেয়েদের নিজেদের কে শিক্ষিত করে তুলতে হবে।

বুধবার(৩ জুলাই)বিকেলে গাইবান্ধার স্বাধীনতা রজত জয়ন্তী বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে নিজের অভিজ্ঞতা ও উপলব্ধি বিনিময়ের সময় কথাগুলো বলেন,ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ'এর চারুকলা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মাহিন মাহনুমা পালোমা।

এ সময় গাইবান্ধার স্কুল কলেজের শিক্ষার্থীদের সাথে নিয়ে নারীদের জন্য সচেতনতামুলক কাজ করবার আগ্রহ প্রকাশ করেন তিনি।

পালোমা বলেন,শুধু টাকা উপার্জন নয় একজন নারী যাতে নিজেকে স্বয়ংসম্পূর্ণ করে গড়ে তুলতে পারেন সে লক্ষ্যে কাজ করতে চান তিনি।

ছবি আঁকা প্রসঙ্গে পালোমা বলেন,ছবি আঁকা আমার শখ,সেটা অবসরের সময় থাকবে।তবে আমার মুল লক্ষ্য হল নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করা।

মাহিন মাহনুমা পালোমার বাবা স্থপতি শাহ্ মাইনুল ইসলাম শিল্পু এবং মা গাইবান্ধা সদর আসনের এমপি ও জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি।

বাবা আর মা দুজনের গুণই নিজের মাঝে ধারণ করে সমাজের পিছিয়ে পড়া মানুষদের সাথে নিয়ে সামনে এগোতে চান পালোমা।