ঢাকা বুধবার, ১৪ই মে ২০২৫, ১লা জ্যৈষ্ঠ ১৪৩২


জাহাঙ্গীরনগরে ছাত্রলীগের ২ পক্ষের গোলাগুলি, আহত ৩০


৪ জুলাই ২০১৯ ০৩:০৭

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের ২ পক্ষের গোলাগুলিতে অন্তত ৩০ জন আহত হয়েছেন। এতে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মুহিবউর রউফ শৈবালও আহত হন।

বুধবার দুপুর ২টার দিকে হল দুটির মাঝে অবস্থিত বটতলা মোড়ে খাবার নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

জানা যায়, এদিন দুপুর ২টা ৩০ মিনিটের দিকে বটতলা মোড়ে মিষ্টি খাওয়া নিয়ে কথা কাটাকাটির জের ধরে মাওলানা ভাসানী হল ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ছাত্রলীগ কর্মীদের মধ্যে এই সংঘর্ষের সূত্রপাত হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষ অব্যাহত ছিল।

সংঘর্ষে ২ হলের ছাত্রলীগ নেতাকর্মীরা পিস্তল, রামদা, রড, হকিস্টিক নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দুগ্রুপের মধ্যে অন্তত ৮ রাউন্ড গুলিবিনিময় হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ-উল হাসান বলেন, শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়েছে। কয়েকজনকে আহতাবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।

নতুনসময়/এমএন