রাজধানীর ২ রুটে চলবে না রিকশা: মেয়র খোকন

আাগামী ৭ জুলাই থেকে রাজধানীর ২ টি রুটে রিকশাসহ অবৈধ সকল যান চলাচল বন্ধ থাকবে। পাশাপাশি ফুটপাতের অবৈধ দখলও মুক্ত করা হবে।
ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে উচ্ছেদ অভিযান শুরু করবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। প্রথম পর্যায়ে রাজধানীর কুড়িল থেকে রামপুরা, খিলগাঁও হয়ে সায়দাবাদ পর্যন্ত এবং গাবতলি থেকে আসাদগেট, মিরপুর রোড হয়ে আজিমপুর এবং সাইন্সল্যাব হয়ে শাহবাগ পর্যন্ত সড়কে অভিযান পরিচালনা করবে।
প্রাথমিক পর্যায়ে ১৪ জুলাই পর্যন্ত এ অভিযান চলবে। পরবর্তীতে এ কমিটি আবার বৈঠকে বসবে এবং কার্যক্রম পর্যালোচনা করে পুনরায় সিদ্ধান্ত নেবে।
বুধবা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের সভাকক্ষে অনুষ্ঠিত ডিটিসিএ এর সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
ঢাকা দক্ষিণের মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এ সভায় পুলিশ কমিশনার বিআরটিসি. বিআরটিএ, রাজউক, ঢাকা সড়ক পরিবহণ মালিক সমিতির মহাসচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভা শেষে সাংবাদিকদের এসব কথা জানান মেয়র।
সাঈদ খোকন বলেন, রাজধানীর কুড়িল বিশ্বরোড থেকে রামপুরা, খিলগাঁও হয়ে সায়দাবাদ পর্যন্ত এবং গাবতলি থেকে আসাদগেট, মিরপুর রোড হয়ে আজিমপুর এবং সাইন্সল্যাব হয়ে শাহবাগ পর্যন্ত সড়কে কোন রিকশাসহ অবৈধ যান চলবে না।
এই দুই রুটে অবৈধ সব বিল্ডিংও ভাঙা হবে। রাজউকের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করবে।