আশুলিয়ায় ভবন ধ্বসে দেড় বছরের শিশু নিহত, আহত ৪

আশুলিয়ার কাঠগড়া উত্তরপাড়া এলাকায় বুধবার ভোরে আকবর হোসেনের মালিকানাধীন একতলা একটি ভবন ধ্বসে পড়েছে । এঘটনায় ভবনের নিচে চাপা পড়ে দেড় বছরের এক শিশু নিহত হয়েছে এবং আহত হয়েছে ৪ জন।আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
গ্যাস লাইন থেকে বিস্ফোরণের কারণে ভবনটি ধসে পড়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করছেন ফায়ার সার্ভিসের দল।
নিহত শিশু তাহসিন হাসান মাগুড়া জেলার মোহাম্মদপুর এলাকার নাজমুল হাসানের ছেলে। সে আশুলিয়ার কাঠগড়া এলাকায় ঐ বাড়িতে বাবা-মায়ের সাথে ভাড়া থাকতো।
এ বিষয়ে ডিইপজিডে ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, সকালে কাঠগড়া এলাকায় একটি এক তলা ভবন ধ্বসে তাহসিন নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
এ ঘটনায় আহতরা হলো ভবনের মালিক আকবর হোসেনের মেয়ে মৌসুমি। অন্যরা
মিম, আবুল কালাম ও দিপু নামে মোট ৪ জনকে আহত অবস্থায় উদ্ধার করে নিকটস্থ নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ফায়ার সার্ভিসের জোন কমান্ডার আনোয়ারুল হক জানান, গ্যাস লাইন থেকে বিস্ফোরণের কারণে ভবনটি ধসে পড়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। তবে পরবর্তীতে তদন্ত করে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে বলেও জানান তিনি।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক বলেন, ধারণা করা হচ্ছে ‘গ্যাস লাইনের চুলার চাবি থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে ও দুর্বল অবকাঠামোর কারণে বিল্ডিংটি ধসে পড়েছে। তবে ঘটনা তদন্তে বিশেষজ্ঞ প্রকৌশলী দল আসছে।