গাইবান্ধায় প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করলেন হুইপ গিনি

গাইবান্ধা সদর উপজেলায় মঙ্গলবার (২ জুলাই) দু’টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন মাননীয় হুইপ গিনি।
এরমধ্যে সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের গড়দীঘি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তিনতলা ভীতসহ একতলা ভবন এবং বোয়ালফ ইউনিয়নরন ত্রিমোহনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪ তলা ভিতসহ দোতলা ভবন রয়েছে।এতে ব্যয় হয়েছে প্রায় ১ কোটি ৩০ লাখ টাকা।জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি আজ আনুষ্ঠানিকভাবে ভবন দু’টির উদ্বোধন করেন।
গড়দীঘি সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নুরুল আলম পাপুলের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উত্তম কুমার রায়, রামচন্দ্রপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম,গাইবান্ধা জেলা যুবলীগের সভাপতি সরদার মো.সাহিদ হাসান লোটন,বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপতী রায়,ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুস সালাম, জেলা ছাত্রলীগ সভাপতি মোহাম্মদ আসিফ সরকার প্রমুখ।
পরে হুইপ মাহাবুব আরা বেগম গিনি সদর উপজেলার ত্রিমোহিনী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নব নির্মিত দ্বিতল ভবনের উদ্বোধন করেন।