দেওয়ানগঞ্জে ১২ মেট্রিকটন জিআর চাল ৬ প্রতিষ্ঠানে বিতরণ করলেন ইউএনও

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয়ের প্রাপ্ত ১২ মেট্রিকটন জিআর চাল ৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে বিতরণ। ২ জুলাই মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা শিক্ষকদের মাঝে চাল বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা এনামূল হাসান,শিক্ষকগণ সহ দেওয়ানগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক মিয়া,সাধারণ সম্পাদক সুলতান মোহাম্মদ লিটন মিয়া। এসময় উপজেলা উন্নয়ন মুলক কাজের বিষয়ে জানতে চাইলে বলেন,উপজেলা বাউন্ডারি পাচির নির্মাণে পুরাতন রাস্তা বন্ধ হওয়ায়,স্টেশনে যাতায়াতের বিকল্প রাস্তা বেরকরে দিয়েছি সীমানা পাচিরের পাশ দিয়ে । এতে সাধারণ জনগণ খুব সহজেই স্টেশন থেকে বিভিন্ন যায়গায় যাতায়াত করতে পারবেন। এবং মডেল উপজেলা করতে পুরাতন ভবন ভেঙ্গে নতুন ভবন নির্মাণ সহ উপজেলার বিভিন্ন অফিসে আসবাবপত্র তৈরিও ফুলের বাগান ও অন্যান্য কাজ চলমান রয়েছে।