ঢাকা বুধবার, ১৪ই মে ২০২৫, ১লা জ্যৈষ্ঠ ১৪৩২


জামালপুরে সড়ক দুর্ঘটনায় আইনজীবীর মৃত্যু, প্রতিবাদে মানববন্ধন


৩ জুলাই ২০১৯ ০৮:২৭

জামালপুরে যানজটের কারণে ব্যাটারিচালিত রিকশা উল্টে নালায় পড়ে আইনজীবী ও মুক্তিযোদ্ধা মো. আমজাদ হোসেনের মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জামালপুর জেলার আইনজীবীরা। ২ জুলাই বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন দুর্ঘটনাস্থল কালভার্টের সামনে জামালপুর জেলা আইনজীবী সমিতি এ মানববন্ধনের আয়োজন করে।

ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক আইনজীবী মনজুর কাদের খান বাবুল, আইনজীবী জাহিদ আনোয়ার, আমান উল্লাহ আকাশ, মো. গোলাম নবী, মো. শহীদুল ইসলাম পাহলোয়ান, বাবর আলী, শাহ মো. ওয়ারেছ আলী মামুন, মো. আব্দুস সালাম, মো. রাশেদুল ইসলাম ও নিহত আইনজীবীর ছেলে মনির আহমেদ প্রমুখ।

জেলা আইনজীবী সমিতির জ্যেষ্ঠ সদস্য ও মুক্তিযোদ্ধা মো. আমজাদ হোসেনের মৃত্যুর কারণ হিসেবে ঘটনাস্থলের যানজটের কথা উল্লেখ করে মানববন্ধনে আইনজীবী নেতৃবৃন্দ বলেন, প্রশাসন শহরের যানজট নিরসনে কার্যকর কোনো উদ্যোগ না নেওয়ায় দুর্ঘটনার শিকার হয়ে একজন আইনজীবীর অনাকাঙ্ক্ষিত মৃত্যু হয়েছে। জেলা প্রশাসন ও পৌরসভা কর্তৃপক্ষের নাকের ডগায় ব্যস্ততম প্রধান সড়কের পানি ও বর্জ্য নিষ্কাশনের কালভার্টের পাশে কোনোরকম নিরাপত্তা দেয়াল না থাকার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। বক্তারা দুর্ঘটনাস্থলের ওই কালভার্টের পাশে নিরাপত্তা দেয়াল নির্মাণসহ দুর্ঘটনার সাথে জড়িত যানজট সৃষ্টিকারী সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত ইজিবাইক চালকদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। দুই শতাধিক আইনজীবী এ মানববন্ধনে অংশ নেন।

প্রসঙ্গত, আইনজীবী ও মুক্তিযোদ্ধা মো. আমজাদ হোসেন ৩০ জুন সকালে পেশাগত কাজে ব্যাটারিচালিত রিকশায় জামালপুর জেলা জজ আদালতে যাচ্ছিলেন। জেলা প্রশাসকের কার্যালয় ও পুলিশ সুপারের কার্যালয়ের মাঝামাঝি প্রধান সড়কের কালভার্টে যানজটের কারণে রিকশাটি চালকসহ নিয়ন্ত্রণ হারিয়ে পাশের বড় নালায় পড়ে গেলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে সেখান থেকে উদ্ধার করে জামালপুর সদর হাসপাতালে ভর্তি করেন। বিকেল সাড়ে ৪টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। ওই দুর্ঘটনায় রিকশাচালক গুরুতর আহত হলেও প্রাণে বেঁচে গেছেন। রিকশাচালকের পরিচয় জানা যায়নি।