বিয়ের প্রলোভনে ছাত্রীকে ধর্ষণ করলো শিক্ষক

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কনিকাড়া উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক কাজী মুরাদ (২৭) এর বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে নবম শ্রেণির এক ছাত্রীকে বাড়ি ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে।
এ বিষয়ে প্রতিকার চেয়ে ধর্ষিতার চাচা মো. আনোয়ার হোসেন বাদী হয়ে আজ মঙ্গলবার দুপুরে নবীনগর থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ ওই শিক্ষককে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার কনিকাড়া উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক কাজী মুরাদ দীর্ঘদিন ধরে উক্ত বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রীকে প্রাইভেট পড়ানোর নামে প্রেমের সর্ম্পক গড়ে তোলে। গত সোমবার (০১/০৭/১৯) বিকেলে বিয়ের প্রলোভন দেখিয়ে শিক্ষক মুরাদ তার পৌর এলাকার হাসপাতাল পাড়াস্থ নিজ বাড়িতে ডেকে নিয়ে ওই ছাত্রীকে একাধিকবার ধর্ষণ করে। পরে রাত দশ’টায় উপজেলার সদর বাজারের সমবায় সুপার মার্কেটের সামনে শিক্ষক মুরাদ তার ছাত্রীকে রেখে চলে যেতে চায়। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে দু’জনকে আটক করে তাদের পরিবারকে খবর দেয়।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনোজিত রায় মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, বিদ্যালয়ের শিক্ষক কাজী মুরাদকে আসামি করে একটি ধর্ষণের মামলা হয়েছে। অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তবে এ বিষয়ে কনিকাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল ইসলামের সাথে মোবাইলে বারবার যোগাযোগ করার চেষ্টা করে পাওয়া যায়নি।
নতুনসময়/এমএন