নবাগত শিক্ষার্থীদের কলেজে স্বাগত জানিয়ে শুভেচ্ছা মিছিল ছাত্রলীগ (জাসদ)

চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ নবাবগঞ্জ সরকারি কলেজে উচ্চ মাধ্যমিক এর নবাগত শিক্ষার্থীদের কলেজে স্বাগত জানিয়ে শুভেচ্ছা মিছিল করেছে বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ)।
সোমবার বেলা সাড়ে ১১ দলীয় টেন্ড থেকে শুরু এ শুভেচ্ছা মিছিলটি বের হয়ে পুরো কলেজ চত্বর প্রদক্ষিণ করে ইতিহাস ভবনের সামনে এসে পথ সভায় মিলিত হয়। নবাবগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগ জাসদের আয়োজনে কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত মিছিলের পর পথসভায় দেন ছাত্রলীগ জাসদের নের্তৃবৃন্দ। কলেজ শাখা ছাত্রলীগ জাসদের সাধারণ সম্পাদক আসিফ ইয়াসিরের সঞ্চালনায় পথসভায় সভাপতিত্ব করেন, কলেজ শাখার সভাপতি তসিকুল রেজা খাঁন তনু। এসময় বক্তব্য দেন, জেলা ছাত্রলীগ জাসদের সভাপতি আব্দুল মজিদ, পৌর সভাপতি শামিম
হোসেন, কলেজ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানা সোমা ,জেলা শাখার সদস্য মুজাহিদুল ইসলামসহ অন্যান্যরা। এ সময় বক্তারা ছাত্রলীগের গৌরবজ্জ্বল অতীত নিয়ে আলোচনা করেন এবং নবীন শিক্ষার্থীদের ছাত্রলীগের সঠিক ইতিহাস জেনে ছাত্রলীগের পতাকাতলে সমাবেত হবার আহব্বান জানান।