ঢাকা বুধবার, ১৪ই মে ২০২৫, ১লা জ্যৈষ্ঠ ১৪৩২


সিংড়ায় ছেলেদের হাতে বৃদ্ধ পিতাকে তুলে দিলেন ওসি


২ জুলাই ২০১৯ ০৬:১৯

সিংড়ায় ছেলেদের হাতে বৃদ্ধ পিতাকে তুলে দিলেন ওসি

নাটোরের সিংড়ায় ছেলেদের হাতে বৃদ্ধ পিতাকে তুলে দিলেন থানার ওসি মনিরুল ইসলাম। সোমবার বিকেলে বিলদহর গ্রামের ইসমাইল হোসেন পরাণ নামে ৯৫ বছর বয়সী এক বৃদ্ধ থানায় এসেছেন ছেলেদের বিরুদ্ধে অবহেলার অভিযোগ নিয়ে।

অভিযোগের পর বৃদ্ধের ৩ ছেলে দেলোয়ার, দানেশ ও ফরহাদকে থানায় ডাকেন ওসি। ছেলেরা তাদের ভূল বুঝতে পেরে তাদের পিতাকে দেখভালের দায়িত্ব নিতে স্বীকৃতি জানায়। পরে ওসি তাদের বৃদ্ধ পিতাকে ছেলেদের হাতে তুলে দেয় এবং সবাইকে মিষ্টি মুখ করায়।

ওসি মনিরুল বলেন, বৃদ্ধ পিতাকে সন্তানদের কাছে ফিরিয়ে দিতে পেরে ভাল লাগছে। তিনি অাজীবন মানবতার জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

নতুনসময়/আইএ