টাঙ্গাইলে ১০৩ টাকায় পুলিশ কনস্টেবল পদে চাকরির নিয়োগ পরীক্ষা শুরু

টাঙ্গাইলে সরকার নির্ধারিত ১০৩ টাকায় পুলিশ কনস্টেবল পদে চাকরির নিয়োগ পরীক্ষা শুরু হয়েছে। আজ সোমবার (১ জুলাই) সকালে পুলিশ লাইন্স মাঠে আগ্রহী প্রার্থীদের শারীরিক মাপ ও বিভিন্ন ধরনের শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হয়। আগামীকাল (২ জুলাই) বেলা ৩ টায় লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর আগামী শনিবার (৬ জুলাই) সকাল ১০ টায় লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ এবং মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় জানান, টাঙ্গাইল জেলায় ৫৮ জন পুলিশ কনস্টেবল নিয়োগ দেয়া হবে। এর মধ্যে ৪৯ জন পুরুষ এবং ৯ জন মহিলা। পুলিশ কনস্টেবল পদে আগ্রহী প্রার্থীরা মাত্র ৩ টাকা মূল্যের একটি চালান ফরম ও ১০০ টাকা ট্রেজারি জমার মাধ্যমে পরীক্ষায় অংশ নিচ্ছে। এর বাইরে তাদের আর কোন টাকা খরচ হচ্ছে না।
নিয়োগ প্রার্থীদের প্রতারক ও দালাল চক্রের প্রতারণা থেকে সাবধান থাকার জন্য আহবান জানিয়ে ব্যাপক প্রচারনা করা হচ্ছে।