এবার চট্টগ্রামে প্রকাশ্যে যুবককে নির্যাতনের ভিডিও ভাইরাল

বরগুনায় স্ত্রীর সামনে রিফাত শরীফকে কুপিয়ে হত্যার রেশ কাটতে না কাটতে এবার মো. মহসিন (২৬) নামের এক যুবককে প্রকাশ্যে নির্মমভাবে নির্যাতনের ঘটনা ঘটেছে। ইতোমধ্যে সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যাচ্ছে, একটি গলির ভেতর দাঁড়িয়ে থাকা মহসিনকে অতর্কিতভাবে দুই দিক থেকে এসে মারধর শুরু করে ১২-১৫ জনের একটি দল। মহসিন তাদের কাছ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে চারপাশ থেকে ঘিরে রড ও লাঠি দিয়ে এলোপাতাড়ি পেটাতে থাকে তারা।
নির্যাতনের এক পর্যায়ে মহসিন নিস্তেজ হয়ে পড়লে মারা গেছে ভেবে তাকে ফেলে রেখে যায়।
জানা গেছে, রবিবার বিকেলে চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানাধীন বিশ্বকলোনী এন ব্লকে এ ঘটনা ঘটে। মারধরের শিকার মহসিন বিশ্বকলোনী এম ব্লকের বাসিন্দা এবং যুবলীগের কর্মী বলে জানা গেছে।
নতুনসময়/এমএন