মোহনপুরে নিজ দলের কর্মীর হাতে জখম কৃষকলীগ সভাপতি

রাজশাহীর মোহনপুর উপজেলা জাহানাবাদ ইউনিয়নের কৃষকলীগ সভাপতি আমজাদ(৭০) আলী নিজ দলের কর্মিদের মারপিটে মারাত্তক জখম হয়েছে। তিনি মোহনপুর স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। ঘটনার বিবরনে জানা যায়, গত এক সপ্তাহ পূর্বে উক্ত ইউপির পাকুড়িয়া মহাবিদ্যালয়ের কিছু জমি একই এলাকার পাইকপাড়া গ্রামের মৃত মানিকউল্ল্যার ছেলে মোহনপুর গালস্ ডিগ্রী কলেজের প্রভাষক আব্দুল জব্বারের নেতৃত্বে বারইপাড়া গ্রামের মহাসিন, খোকন, জাহাঙ্গীর ও পাকুড়িয়া গ্রামের মকসেদ আলী, সিরাজ উদ্দিনসহ আরো অনেকে আওয়ামীলীগের পার্টি অফিস তৈরীর নিমিত্তে দখল করে । পরে গতকাল রবিবার সন্ধ্যার সময় জাহানাবাদ ইউপির কৃষক সভাপতি ও পাকুড়িয়া কলেজের ম্যানেজিং কমিটির সদস্য আমজাদ আলীসহ আরো কয়েক দখলকৃত টিনশেড ঘরটি প্রশাসন ও দলের উপজেলার নেতাদের জানিয়ে ভেঙ্গে দিলে জব্বার ও তার লোকজন আমজাদকে রড ও হাসুয়া মেরে জখম করেন। পরে মোহনপুর থানা পুলিশ খবর পেয়ে সেখান থেকে জব্বারসহ চারজনকে আটক করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে মোহনপুর থানা অফিসার ইনচার্জ(ওসি) মোস্তাক আহমেদ বলেন পাকুড়িয়া গ্রামে মারামারির খবর পেয়ে ঘটনাস্থল হতে ৪ জনকে থানায় নিয়ে আসা হয়। পরে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সম্পাদক আপোষ মিমাংসা করার কথা বলে আটককৃতদের ছাড়িয়ে নিয়ে যায়।