ঢাকা বুধবার, ১৪ই মে ২০২৫, ১লা জ্যৈষ্ঠ ১৪৩২


গাজীপুরে ওয়ারেন্টভুক্ত আসামি ছেড়ে দিল পুলিশ


১ জুলাই ২০১৯ ১০:৩৪

গাজীপুর কালিয়াকৈর উপজেলার রামচন্দ্রপুর এলাকায় আমির সিকদার (৫৫) নামে এক বন মামলার আসামিকে আটকের পর ছেড়ে দিয়েছে পুলিশ। রবিবার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে কয়েকজন গণমাধ্যমকর্মীদের সামনেই।

প্রত্যক্ষদর্শীরা জানান, রামচন্দ্রপুর আবুল মার্কেটে মুদি মনোহরি দোকানের মালিক আমির শিকদার। রবিবার বেলা ১২টার দিকে কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক মিনহাজ ও তার সঙ্গীয় আরও বেশ কয়েকজন পুলিশ সদস্য সাদা পোশাকে সিএনজিযোগে ওই এলাকায় আসেন। এক পর্যায়ে তারা গাজীপুর আদালতে দায়েরকৃত বন মামলার (৫২/১৯) ওয়ারেন্টভুক্ত আসামি আমির সিকদারকে তার দোকান থেকে আটক করে। এ সময় স্থানীয় ইউপি সদস্য ইব্রাহীমসহ বেশ কয়েকজন উপস্থিত ছিলেন। তবে অভিযোগ উঠেছে, ওই ওয়ারেন্টভুক্ত আসামিকে সিএনজিতে তুলে স্থানীয় রামচন্দ্রপুর বাজারে ছেড়ে দিয়েছে পুলিশ।

অন্যদিকে, ওয়ারেন্টভুক্ত আসামিকে ছেড়ে দেয়ার কথা স্বীকার করেছেন উপপরিদর্শক মিনহাজ। এ ব্যাপারে বিস্তারিত জানার জন্য তিনি কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বলার পরামর্শ দেন।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন জানান, ওয়ারেন্টভুক্ত আসামি আমির সিকদার শারিরীকভাবে অসুস্থ। এ কারণে তাকে ছেড়ে দেয়া হয়েছে।