ঢাকা রবিবার, ২৪শে আগস্ট ২০২৫, ১০ই ভাদ্র ১৪৩২


রাজধানীর গ্রিনরোডে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৪


১ জুলাই ২০১৯ ০০:৫৬

রাজধানীর গ্রিনরোড এলাকায় গ্যাস লাইনের ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় চার জন দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।

রোববার (৩০ জুন) সকাল পৌনে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

ভবনটির চারতলায় কমফোর্ট জেনারেল হাসপাতাল। এর নিচ তলায় আরটেক্স শো-রুমে ডেকোরেশনের কাজ করছিলেন চার শ্রমিক। এসময় হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে।

এসময় চার শ্রমিক দগ্ধ হন। তারা হলেন- রাশেদ (৩৫), ফয়েজ (৩০), সুজন (১৯) ও লতিফ (২০)। তরিকুল নামে এক কলেজ ছাত্র তাদেরকে উদ্ধার করে বেলা সাড়ে ১০ টার দিকে ঢামেকে নিয়ে আসেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করে জানান, দগ্ধদের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।


নতুনসময়/এমএন