রাজশাহীতে জেএমবির ৫ সদস্য আটক

রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর এলাকা থেকে জেএমবির ৫ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৫। শনিবার গভীর রাতে বেলপুকুর এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন, আনিসুর রহমান ওরফে সাদ্দাম, আফরোজা বেগম, আবু তালহা, রুহুল আমিন ও মামুন অর রশীদ।এসময় তাদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগজিন, ৫ রাউন্ড গুলি, ২৪টি ককেটল, ১০টি জিহাদি বই ও ৮টি জিহাদি নোটবই জব্দ করা হয়।
রোববার সকালে র্যাব-৫ এর অতিঃ পুলিশ সুপার কোম্পানী অধিনায়ক এ.টি.এম মাইনুল ইসলামের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার রাতে পুঠিয়ার বেলপুকুর এলাকার বিভিন্ন স্থান থেকে আনসার আল ইসলাম সংগঠনের ৫ সদস্যকে আটক করা হয়।
তাদের কাছ থেকে ২৪টি ককটেল, একটি পিস্তল, ৫ রাউন্ড গুলি, দুটি ম্যগিজিন, ১০টি জিহাদী বই ও ৮টি জিহাদী নোটবই তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে পলাতক ছিল।
নতুনসময়/আইএ