অভিনব কায়দায় ছিনতাই করে সর্বস্ব লুটে নিলো ছিনতাইকারী

দিনে দুপুরে ছিনতাই। অভিনব কায়দায় ছিনতাই করে সর্বস্ব লুটে নিয়ে চলে গেলেন ছিনতাইকারী। মধ্য বয়সী এক মহিলাকে সর্বশান্ত করে নিয়ে গেলেন স্বর্ণালংকার সহ ক্যাশ টাকা। গতকাল বিকাল ৪ টা ৪১ মিনিটে কুমিল্লায় সাহেরা বেগম (৫৫) নামে এক মহিলাকে অভিনব কায়দায় ছিনতাই করে পালিয়ে গেলেও সিসি ক্যামেরায় আংশিক ঘটনা ধারনকৃত হওয়ায় ভদ্রবেশী ছিনতাইকারীদের ফুটেজ দেখে এলাকার লোকজন খোজ খবর নিলেও নীরব রয়ে গেছে পুলিশ প্রশাসন। পুলিশ ভিডিও ফুটেজ রেকর্ডটি দেখে চিহ্নিত করতে অপরাগতা জানালেন। সর্বস্ব খুয়ে যাওয়া সাহেরা বেগম বাতাকান্দি বাপের বাড়ি হতে বর্তমান গ্রাম সাতানীতে যাবার পথে হোমনা গৌরিপুর বাতাকান্দি মেইন রোডে দিনে দুপুরে বলে কয়েই ছিনতাই করে সর্বশান্ত করে নিয়ে গেলেন গলায় পরিহিত স্বর্নের চেইন কানে পরিহিত স্বর্নের দুল সহ সাথে থাকা ২/৩ হাজার ক্যাশ টাকা । ঘটনাটি কতটা সুক্ষ্মভাবে পরিকল্পনা নিয়ে করেছেন যে, ছিনতাই নাকি ডাকাতি তাৎক্ষণিক ভাবে সাধারন জনগনের সম্মুখে হলেও বুজার মত কোন উপায় ছিলোনা।
অপরাধীরা সবসময় অপরাধ করে কোন না কোন চিহ্ন রেখে যায় এটাই বাস্তবতা ।ঘটনার পরবর্তিতে বাতাকান্দি লিয়াকত মার্কেটের রাস্তার পশ্চিম পাশে বিশিষ্ট ব্যবসায়ী শাহিন রেন্ট এ কারের দোকানে সিসি ক্যামেরায় পুরো ঘটনাটিই ধারন হয়। এবং ভিডিও ফুটেজটি নিয়ে পুলিশের মাধ্যমে সনাক্তকরণ প্রক্রিয়া চলমান বলেই জানান ঘটনার শিকার সাহেরা বেগমের ছোট ভাই, বাতাকান্দির বশিরউল্লাহ।