ঢাকা বুধবার, ১৪ই মে ২০২৫, ১লা জ্যৈষ্ঠ ১৪৩২


ছাত্রীদের ব্ল্যাকমেইল করে ধর্ষণ, রিমান্ডে শিক্ষক


৩০ জুন ২০১৯ ০৫:৪৬

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আপত্তিকর ছবি তুলে বেশ ক’জন ছাত্রীকে ‘ব্ল্যাকমেইল করে ধর্ষণের’ অভিযোগে দু’টি মামলায় দুই শিক্ষককে রিমান্ডে পাঠিয়েছে আদালত।

শনিবার (২৯ জুন) বিকেলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ূন কবিরের আদালতে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এ রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

ছাত্রীদের যৌন নির্যাতন ও ধর্ষণে অভিযুক্ত শিক্ষক আরিফুল ইসলামের দু’টি মামলায় তিন দিন করে মোট ছয় দিনের রিমান্ড এবং স্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম জুলফিকারকে একটি মামলায় একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এলাকাবাসীর বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শাহীন শাহ পারভেজ জানান, সিদ্ধিরগঞ্জের অক্সফোর্ড হাইস্কুলের সহকারী শিক্ষক আরিফুল ইসলাম গত ৮ বছর ধরে স্কুলটিতে অংক ও ইংরেজি বিষয়ে শিক্ষকতা করে আসছিলেন। পেশাগত জীবনে অনেক ছাত্রীকে ‘ব্ল্যাকমেইল’ করে আপত্তিকর ছবি তুলে ‘ধর্ষণে’ বাধ্য করে আসছিলেন তিনি। ছাত্রীদের কোচিং পড়ানোর জন্য তার বাসা ছাড়াও স্কুলের পাশে বুকস গার্ডেন এলাকায় একটি ফ্ল্যাটও ভাড়া নেন আরিফুল। স্ত্রী, সন্তান না থাকলেও ফ্ল্যাটে তিনটি খাট ছিল বলে জানান বাড়িটির দারোয়ান।

সম্প্রতি তার অনৈতিক কর্মকাণ্ড এলাকায় প্রচার হতে থাকলে বৃহস্পতিবার বিক্ষুব্ধ এলাকাবাসী আরিফুলকে গণপিটুনি দিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করে। তার এসব অনৈতিক কাজে সহযোগিতা করায় স্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম জুলফিকারকেও আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হয়। এরপর পৃথক মামলা দু’টি দায়ের হয়।


নতুনসময়/এমএন