জামালপুরে সন্তানের গলায় ছুরি ধরে মা'কে ধর্ষণ

জামালপুরের বকশীগঞ্জে সন্তানের গলায় ছুড়ি ধরে মাকে ধর্ষণ করা হয়েছে। ধর্ষণের বিচার চেয়ে সমাজপতিদের দ্বারে দ্বারে ঘুরছে ধর্ষিতা।
বৃহস্পতিবার (২৭ জুন) দিবাগত ভোর সাড়ে ৪ টার দিকে বকশীগঞ্জ পৌর শহরের সীমারপাড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে ধর্ষক জামান পলাতক রয়েছে।
ধর্ষিতা মা জানান, স্বামী ঢাকায় রিক্সা চালায়। ৫ বছরের ১ ছেলে ও ২ বছরের একটি মেয়ে নিয়ে পৌর শহরের সীমারপাড়া এলাকায় মিস্টারের বাড়িতে থাকে।
বৃহস্পতিবার ভোরে ঘরের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে ধর্ষক জামান। পরে হাতে ছুড়ি নিয়ে ২ বছরের মেয়ের গলায় ধরে। চিৎকার করলে মেয়েকে হত্যা করবে বলে ভয় দেখায়।
মেয়েকে বাঁচাতে মা আর কোন উপায় না পেয়ে চুপ করে থাকেন। পরে জামান তাকে ধর্ষণ করে। ধস্তধস্তির এক পর্যায়ে শব্দ শোনে বাড়ীর মালিক মিষ্টার এগিয়ে এলে দ্রুত ধর্ষক জামান ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ঘটনাটি জানাজানি হওয়ার পর ধর্ষিতার স্বামী ঢাকা থেকে ফিরে ধর্ষিতা স্ত্রীকে বাড়ী থেকে বের করে দিলে স্ত্রী বিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরছে।
স্থানীয় বকশীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান জাহিদুল জুমান তালুকদার বিষয়টি নিয়ে উভয় পক্ষকে ডাকলেও ধর্ষক পরিবার থেকে কোন সাড়া দেয়নি।
এ বিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুল আলম এই প্রতিবেদককে জানান, এখন পর্যন্ত এ বিষয়ে অভিযোগ নিয়ে কেউ থানায় আসেনি। থানায় এলে অবশ্যই মামলা নেওয়া হবে।